শনিবার ২৭ জুলাই ২০২৪
নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি’র তরুণ নেতাদের সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:৪৬ PM
নোয়াখালী জেলার মাইজদী সড়ক নির্মাণের সময় সড়কের দুই পাশে থাকা অনেক গাছ কাটা পড়েছে, কিন্তু এখনো সেই সংখ্যক গাছ রোপণ করা হয়নি। যার ফলে উচ্চ-তাপমাত্রা, বায়ু দূষণসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এই লক্ষ্যে সড়কের ফাঁকা স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের তরুণ নেতারা। 
 
ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ’ প্রকল্পের আওতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইয়ং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৪ তম ব্যাচের দুজন ফেলো, নোয়াখালী সদর উপজেলা যুবলের যুগ্ম আহ্বায়ক এবং মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও  মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আদনান।

মঙ্গলবার (১১ জুন) শহরের নাইস গেষ্ট হাউজে সংবাদ সম্মেলনে তারা আরো জানান উপজেলা চত্বর থেকে শুরু করে সোনাপুর বাজার পর্যন্ত সড়কের ডিভাইডারে গাছপালা না থাকার কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। এই সকল সমস্যা থেকে শহরকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তারা। 

ইতোমধ্যে এই উদ্যোগের অংশ হিসেবে তারা মতামত  গ্রহনের লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছেন এবং  জেলা প্রশাসক, জেলা সড়ক বিভাগ ও জেলা বন বিভাগ বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন।   
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের  রাজনীতিবিদ, সাংবাদিক অন্যান্য পেশাজীবী সহ আরো অনেকে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft