শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১০:৫৭ AM
কোপা আমেরিকা শুরুর আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শিকাগোর সলিডার ফিল্ডে সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে ম্যাচটি মাঠে গড়ায়।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কাজটা হয়ে গিয়েছিল বেশ কঠিন। বারবার ইকুয়েডরের ফুটবলারদের ফাউলের কাছে হার মানতে হচ্ছিল তাদের।  

২৬ মিনিটে প্রথম ভালো আক্রমণ করে আলবিসেলেস্তেরা। দি মারিয়ার দেওয়া বল পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শট নেন লাউতারো মার্তিনেস। কিন্তু তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেস।  

৪০ মিনিটে গিয়ে গোলের দেখা পায় আর্জেন্টিনা। তাদের লিড এনে দেন ওই দি মারিয়াই। বক্সের ভেতরেই বলের নিয়ন্ত্রণে থাকা ক্রিস্তিয়ান রোমেরো তাকে বল দেন। আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন মারিয়া।  

চার মিনিট পর দি মারিয়ার ফ্রি কিক গিয়ে লাগে গোলপোস্টে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। ফেরার তিন মিনিটের মাথায় রদ্রিগো দি পলের কাছ থেকে পাওয়া বলে গোল করতে ব্যর্থ হন মার্তিনেস।

এরপর আর গোল করতে পারেনি কোনো দলই। সবমিলিয়ে ৩৫টি ফাউল হয়ে এই ম্যাচে, এর মধ্যে ২০টিই করেছে ইকুয়েডর। শেষদিকে মেসি খেলতে নামলেও আহামরি কিছু করতে পারেননি।

গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ২০ জুন কানাডার বিপক্ষে আকাশী-নীলদের শুরু হবে কোপা আমেরিকা অভিযান।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ওজোনস্তর বিপর্যয় এবং আমাদের ভবিষ্যৎ
মন্দিরে নিরাপত্তা না দিতে পারায় মাজারে হামলা হচ্ছে: নাগরিক কমিটি
গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত
ফিফা ফুটসাল বিশ্বকাপের ভিডিওতে চিরকুটের গান
কক্সবাজারে নারীকে কান ধরানোর ঘটনায় তারকাদের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, বাড়তে পারে দেশেও
পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করলো ভারত, কমবে দাম
যুক্তরাষ্ট্রকে চার অঞ্চলে ভাগ করে আওয়ামী লীগের কমিটি ঘোষণা
পরকীয়া সন্দেহ স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft