বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, অজানা শঙ্কা
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৬:৪৩ PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অজানা শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

রবিবার (২৬ মে) দুপুর আড়াইটার পর থেকে স্বাভাবিকের চেয়ে নদীতে জোয়ারের পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা।

সরেজমিনে হাতিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুপুর আড়াইটার পর থেকে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন, সুখচর ইউনিয়নের ডালচর ও হরণি ইউনিয়নের চর ঘাসিয়া, বয়ারচর গ্রামে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বেড়ে গেছে। এতে এসব এলাকার বসতিগুলো অনেকটাই পানিতে ডুবে গেছে। অনেকে ঘরবন্দি হয়ে পড়েছেন।

এ দিকে দুপুর ২টার পর থেকে জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে বাতাসের বেগ কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বেগ বাড়ছে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সব কটি গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। নিঝুম দ্বীপের প্রধান সড়ক দুই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে মানুষের পুকুরের মাছ। অনেক জায়গায় মানুষের বসবাস করা ঘরেও পানি ঢুকে গেছে।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিঝুম দ্বীপের অনেক বাড়িঘর পানিতে ডুবে গেছে। সেসব ঘরবাড়িরর লোকজনকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া আশপাশের দোতলা ভবনগুলোতেও অনেককে সরিয়ে নেওয়া হয়েছে।’

আজকালের খবর/ওআর









সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
ভ্যাটের কারণে বাড়লো এলপি গ্যাসের দাম
৩৬৬ জনের ব্যাংক হিসাবে ১৫ হাজার কোটি টাকা জব্দ
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
কাঁদলেন বাবরের স্ত্রী, সমর্থকদের উচ্ছ্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চাপের মুখেও চাঁপাইনবাবগঞ্জে রাতের ভোট ঠেকিয়েছিলেন ডিসি
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক বৃহস্পতিবার
আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীত
ইউপি কার্যালয়ের তালা ভেঙে চেয়ারম্যানকে বসালেন চেয়ারে
পাঁচ মাসে এ সরকারের কোনো সাফল্য নেই: মান্না
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft