প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ২:০১ PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ গতকাল শুক্রবার বিকেলে যাবজ্জীবন দণ্ডিত এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদি পাকিস্তানের নাগরিক বলে জানা যায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, আলেফজান (৬৫), পাকিস্তানের নাগরিক জহিরদ্দিনের ছেলে ।
জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কয়েদি আলেফজান হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পল্টন থানার মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আলেফজান প্রায় ২৫ বছর আগে ১৯৯৯ তিনি এ কারাগারে স্থানান্তরিত হন।
কারাবিধি অনুয়ায়ী অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে। তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার লাশ ময়নাতদন্তের পর পাকিস্তানে পাঠানোর জন্য দূতাবাসে যোগাযোগ করা হয়েছে।
আজকালের খবর/বিএস