রবিবার ১৯ মে ২০২৪
রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৪:১৩ PM
কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি ছড়ায় গোসলে নেমে প্রতিবেশী দুই শিশুর প্রাণ গেছে। 

উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলম জানান, সোমবার সকাল ১০টায় চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হল- ওই এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

স্থানীয়দের বরাতে জাফর আলম বলেন, রবিবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে তৈরি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সকালে জমে থাকা ওই পানিতে স্থানীয় ৬-৭ শিশু মিলে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের মধ্যে চারজন ছড়ার পানিতে ডুবে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা বাকি শিশুদের চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবরে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃতদেহ তাদের বাড়িতে রাখা হয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
স্ত্রীর পরকীয়ায় তছনছ প্রবাসীর পরিবার
ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএর নতুন নির্দেশনা
হজ পালনে সৌদি গেছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাবানার ‘হালচাল’ নওশাদের আফসোস!
‘মাগো তুমি চইলা গেলা’ শিরোনামে কবির বাঙালি গান
২৬ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
অন্ধকারে নিমজ্জিত দেশে আলো জ্বালিয়েছেন শেখ হাসিনা: পররাষ্ট্রমন্ত্রী
সাদুল্লাপুর উপজেলা নির্বাচনে নিরব বিএনপি, ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft