শুক্রবার ১৭ মে ২০২৪
কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে কৃষক নিহত
তাহজীবুল আনাম, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ PM আপডেট: ৩০.০৪.২০২৪ ১০:৪০ AM
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত এক এনজিও কর্মীকে উদ্ধার অভিযানে গিয়ে সেখানে র‍্যাবের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বায়তুল্লাহ (৩৫) নামের একজন কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

এ ঘটনায় শেরে ফরহাদ (৩০) নামে একজনকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বায়তুল্লাহ (৩৫) সদরের ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত সৈয়দুল হকের ছেলে।

আহতরা হলেন, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে শফিউল্লাহ ( ৪০), বদরুল হক মিয়ার ছেলে সায়মন (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী। তিনি জানান, বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদ চৌধুরীকে শেরে বাহিনী নামে পরিচিত ডাকাত দল অপহরণ করে। বিষয়টি জানার পর র‍্যাব এনজিওকর্মী মাসুদকে উদ্ধারে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ড মুরা পাড়া এলাকার পাহাড়ে অভিযান চালায়। ওই অভিযানের সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলিতে কৃষক বাইতুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এদিকে এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। অভিযানে ডাকাত ফরহাদকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে আমার ভাই মারা যায়।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
কেএনএফ সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার
এ বাবুলের ‘অবুঝ মনের প্রেম’
বাচসাস’র সদস্যপদ নবায়নের আহ্বান
ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে
শারক্বীয়াকে একাধিকবার অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করেছিলেন রহিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
বিশ্বকাপে বাংলাদেশের দুই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা
‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি জাগরণ’
রাজধানীতে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft