বুধবার ১৫ মে ২০২৪
যুবদলের কমিটি ভেঙ্গে দেয়ার দাবিতে পদ বঞ্চিতদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৮:০৪ PM
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের বর্তমান কমিটি ভেঙ্গে দেয়ার দাবিতে রাজধানীতে সংগঠনটির পদ বঞ্চিত সাবেক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় অভিযোগ করে তা ভেঙ্গে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটির দাবি করেন। 
 
গতকাল শনিবার দুপুর ১২টার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের বর্তমান কমিটি ভেঙ্গে অবিলম্বে নতুন কমিটি দেওয়ার দাবি জানানো হয়। 

সমাবেশে বক্তারা অভিযোগ তোলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার পতনের একদফা আন্দোলনের ব্যর্থতার পেছনে যুবদলের বর্তমান কমিটি দায়ী। কারণ, এই কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে সরকারের আঁতাত রয়েছে। 

তারা বলেন, অবিলম্বে বর্তমান যুবদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি দিতে হবে। কারণ, বর্তমান কমিটির নেতাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একদফার আন্দোলনকে ব্যর্থ করতে, সরকারের ইচ্ছানুসারে যুবদলকে সাংগঠনিকভাবে দুর্বল করা হয়েছে। রাজপথের পরীক্ষিত, ত্যাগী, সক্রিয়দের বাদ দিয়ে অরাজনৈতিক ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। ফলে রাজপথের কর্মসূচিতে যুবদলকে শক্তিশালীভাবে দেখা যায়নি।

সমাবেশে নেতারা বলেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নমুখিদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, গেল বছরের ২৯ শে জুলাই চুড়ান্ত আন্দোলনের দিন যুবদল সভাপতি রাজপথ থেকে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে যুবদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে ইমেজ সংকটে ফেলেছেন।

তারা আরো দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোন সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোন বিচার হচ্ছে না। বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।

সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আব্দুল মোমিন সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম সিকদার, যুবদল নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, আহসানউল্লাহ তূষার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ। এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ সরকার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক পারভেজ, খন্দকার কাকন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম খান, রাসেল মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি নিজাম হাওলাদার প্রমুখ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে: ইসি হাবিব
জামিন পেলেন ইমরান খান
প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা ডোনাল্ড লু’র
বাংলাদেশ ব্যাংকের সর্বনাশ ঢাকতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই এতিমকে রাস্তায় নামিয়ে দেওয়ার অভিযোগ
হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের
মুক্তিপণের পুরো টাকাই ফেরত পেল ‘এমভি আবদুল্লাহ’
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, পাস ৩৫.৮০ শতাংশ
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় আপিলে স্থগিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft