বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সোমালি জলদস্যুদের থেকে মুক্তি পাওয়া নাবিকদের নিয়ে আমিরাতে সংবাদ সম্মেলন
ইউএই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৮:৪৬ PM আপডেট: ২২.০৪.২০২৪ ৮:৪৯ PM
সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের (বর্তমানে আরব আমিরাতে অবস্থানরত) নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও জাহাজের মালিক পক্ষ । 

সোমবার (২২ এপ্রিল) আমিরাতের আজমানস্থ রেডিসন ব্লু হোটেলে বিকাল ৩টা এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, জাহাজের নাবিকরা সুস্থ আছেন। তাদের মনোবলও ভালো আছে। বাংলাদেশ মিশন তাদের সকল প্রকার সহযোগিতায় কাজ করবে বলে জানান তিনি। 

জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোনো অমানবিক আচরণ করেনি। 

তিনি বলেন, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ আমিরাতের প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন তাতে আন্তরিক ধন্যবাদ জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (মিডিয়া) মোহাম্মদ আরিফুল রহমান, ফার্স্ট সেক্রেটারি বদরুল আলম বিদ্যুৎ, এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান। 

সোমবার বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ১৫ জনের একটি প্রতিনিধি দল জাহাজে নাবিকদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
সব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ সবাই: জামায়াত
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আসিফ নজরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেতনের বাইরে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা
দেবীদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক অপহরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft