পূর্বধলায় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
মোস্তাক আহমেদ খান, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৮:৩৫ পিএম
নেত্রকোনার পূর্বধলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা প্রেস ক্লাব সভাপতি জুলফিকার আলী শাহিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের পরিচালনায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আসাদুজ্জামান নয়ন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়নের সাথে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক প্রমুখ। 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন বলেন, আমার পরিবার অনেক পূর্ব থেকেই জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছে। আমার দাদা ব্রিটিশ আমলে মেম্বার ছিলেন, বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট ভাই আনিসুজ্জামান তালুকদার মোশাররাফ বৈরাটি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোশাররফ দীর্ঘদিন ধরে বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আমি হিরনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নেত্রকোনা সরকারি কলেজ থেকে অনার্স ও ভারতের বেঙ্গালুর থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি আমি মাহির গ্রুপের পরিচালক হিসেবে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি যা আপনারা সবই জানেন। আমি আগামী উপজেলা নির্বাচনে আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত হলে পূর্বধলা উপজেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft