শনিবার ২৭ জুলাই ২০২৪
উত্তেজনা বাড়াতে চায় না ইরান, পুতিনকে টেলিফোনে রাইসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আলাপে রাইসি বলেছেন,  ইসরায়েলের ওপর তেহরানের হামলা ছিল সীমিত আকারে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়।

সব পক্ষই যুক্তিসঙ্গত সংযম দেখাবে এবং সংঘাতের পতন রোধ করবে। সংঘাত ‘পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।

ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তেহরান মস্কোকে যে সামরিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে রাশিয়া ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান উন্নত করতে সহযোগিতা করছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের পাল্টা হামলার হুমকির মুখে ইরানের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে তার দেশ কয়েক সেকেন্ডের মধ্যে তার জবাব দেবে।

ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইরানের বিরুদ্ধে ফের কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলকে ‘দৃঢ় ও কঠোর জবাব’ দেওয়া হবে।

বাঘেরি কানি বলেন, দামেস্কে ইরানি কনস্যুলেটের পাশের একটি ভবনে ইসরায়েলি হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া জানিয়েছে। ইহুদিবাদী সরকার ফের কোনো পদক্ষেপ নিলে ইরান অবিলম্বে আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এবার আর ১২ বা ১৩ দিন অপেক্ষা করবে না। উল্লেখ্য, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার ১৩ দিনের মাথায় ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। সূত্র: বিবিসি ও আল জাজিরা

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী বুলগাকভ গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, আরেক জঙ্গি গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft