শনিবার ১৮ মে ২০২৪
নিসচার ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:০৭ PM
জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ আগামী ৪ মে ২০২৪ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। 

মহাসমাবেশ সফল করতে গত ২৯ ফেব্রুয়ারি নিসচার এক সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্মমহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুলকে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়। 

উদযাপন কমিটিতে নিসচার সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম খানকে সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক ও কার্যকরী নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ এইচ এম আমিনুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক মনোনীত করা হয়। 

নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সভায় মনোনীতদেরকে পূর্ণাঙ্গ উদযাপন কমিটি ও উপকমিটিসমূহ গঠন করার দায়িত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল (মঙ্গলবার) দায়িত্বপ্রাপ্তদের সর্বসম্মতিক্রমে উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মো. গনি মিয়া বাবুল ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নিসচার ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটি গঠন ও কমিটিতে অন্তর্ভূক্তদের নাম ঘোষণা করেন। 

উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, যুগ্ম-মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ, যুগ্ম-মহাসচিব এ কে আজাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমর সরকার, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন খান, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন নেসা, যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, কার্যকরী সদস্য নাসিম রুমি, কার্যকরী সদস্য ড. হরিপদ রায়, সৈয়দ, কার্যকরী সদস্য সৈয়দ একরামুল হক, কার্যকরী সদস্য লায়ন সাব্বির আহমেদ হাজরা, কার্যকরী সদস্য মোঃ জামাল হোসেন, কার্যকরী সদস্য এম জামাল হোসেন মন্ডল, কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, আবু তালেব, বিকাশ দাস গুপ্ত। নিসচার ১০ম মহাসমাবেশ সফল করার জন্যে উপরিউক্ত উদযাপন কমিটি ছাড়াও ৯টি উপ-কমিটি গঠন করা হয়।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি, আকাশ মেঘলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য
বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী
প্রাচ্যের মানবিকতা ও সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়তে হবে: ড. মশিউর রহমান
ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে
আমরা বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft