প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪:০৯ PM
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। আজ সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সীমিত সামর্থ্য নিয়ে আমরা দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্ব লাভের জন্য কাজ করি না। আমরা দেশের জন্য ও জনগণের স্বার্থে কাজ করে চলছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী কয়েকটি বছর আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময়ে আমাদের বাণিজ্যকে আমরা কাঙ্খিত লক্ষ্যে নিতে চাই।’
আজকালের খবর/এসএইচ