প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২:৫৮ PM আপডেট: ১৫.০৪.২০২৪ ৩:২৩ PM
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলা নববর্ষ বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে সংগঠনের সিনিয়র সদস্য আসাদ নূরের পৃষ্ঠপোষকতায় সংগঠনের সহ তথ্য ও প্রচার সম্পাদক আলি আজগরের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মির্জাপুর প্রবাসী পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মির্জাপুর প্রবাসী পরিষদের উপদেষ্টা ওসমান গনি,উপদেষ্টা আলম শাহ, মুর্শেদুজ্জামান চৌধুরী, মমতাজ আলম, সাইফুদ্দিন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ সালাউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক মোজাফফর ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলম সহ প্রমুখ।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম বলেন- প্রবাসের মাটিতে এমন একটি উদ্যোগ সত্যি অপকল্পনীয়, দেশে রেমিট্যান্স পাঠাতে ও পরিবারকে সুখে রাখতে আমাদের মতো হাজারো প্রবাসী কষ্ট করে যাচ্ছে দিনরাত, তাই আমাদের সংগঠন এই উদ্যেগটি নিয়েছে প্রবাসীদের আনন্দ ভাগাভাগি করার জন্য।
আজকালের খবর/বিএস