প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৯:৩৮ AM
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হাসান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে চাঁচড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুমন ও আরিফুজ্জামান নামে দুই যুবক জানান, হাসান রাস্তার পাশে একটি ট্রাক ঘেঁষে ভ্যান রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে পড়ে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন হাসান। তাৎক্ষণিক বিক্ষুব্ধ জনতা দৌঁড়ে চাঁচড়া চেকপোস্টে বাসটিকে আটকে ফেলে। তবে ঘাতক চালক পালিয়ে যায়। ঘটনার পরই হাসানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, বাসচাপায় ভ্যানচালক হাসান নিহত হয়েছেন। বাসটিকে জনতা আটক করে ঘিরে রাখে। পরে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজকালের খবর/বিএস