প্রকাশ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১১:২৫ PM
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসলে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন প্রকৌশলী এবং অপরজন ব্যাংকার। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ধানকোড়ার কাছে নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুয়েল রানা (৪০)। নিখোঁজ রিয়াদ রামিন আরিদ প্রকৌশলী রিয়াদ আহমেদের ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নিহত দুইজন সম্পর্কে ভায়রা বলে জানা গেছে। তাদের বাসা রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে।
দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মায় ভ্রমণে বের হন। পরে ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যান।
এই কর্মকর্তা জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুইজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।
আজকালের খবর/এসএইচ