শুক্রবার ১৭ মে ২০২৪
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ পেতে ভেটো দেবে যুক্তরাষ্ট্র!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ৪:১৩ PM
এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে দেখতে চাইলেও তাতে সদিচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। কেননা, এই প্রক্রিয়ায় ভেটো দেওয়ার প্রস্তুতি নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

জানা গেছে, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব আগামী সপ্তাহে জাতিসংঘে উত্থাপিত হতে পারে। কিন্তু আবারও তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আটকে যেতে পারে। আর এটি হতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।

ফিলিস্তিন ২০১১ সালে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন করেছিল। নিরাপত্তা পরিষদেই সেটির মৃত্যু ঘটেছিল। ওই সময় অবশ্য সাধারণ পরিষদ ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিল। এর ফলে জাতিসংঘ ফিলিস্তিনকে অনেক অধিকার দিয়েছে। তবে ভোট দেওয়ার ক্ষমতা দেয়া হয়নি। এই ভোট দেওয়ার ক্ষমতাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে অনেক অনেক বছর ধরে জাতিসংঘের নানা কার্যক্রমে ফিলিস্তিন অংশগ্রহণ করলেও সংস্থাটিতে ফিলিস্তিন ভোটাধিকারবিহীনই রয়ে গেছে।

ইস্যুটি আবার উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তা নিয়ে ভোটাভুটি হবে। আগামী সপ্তাহেই তা হতে পারে। কিন্তু শেষ কথা হল- এবারও একই পরিণতি বরণ করতে পারে আবেদনটির। কারণ, যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সূত্র: আল জাজিরা

আজকালের খবর/বিএস ‍ৃ








সর্বশেষ সংবাদ
বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী
র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র
আমরা বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী
বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
তাপপ্রবাহ বইছে দেশজুড়ে, কিছু স্থানে বৃষ্টির আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহনগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের ৫ বছরের দায়িত্ব পালন অবৈধ: হাইকোর্ট
কোরবানির চাহিদার তুলনায় প্রায় ২৩ লাখ পশু বেশি আছে
নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft