বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলা পরিষদের সামনে আজ সোমবার সকাল ১০.৪৫ মিনিটে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের (আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল) আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আহসান কাদের মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ আলী, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ (আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল) বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদীকা শেফালী আক্তার, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ (আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল) মো. আহসান কাদের মাহমুদ ভূঁইয়া, নান্দাইল বাজারের সনামধন্য ওষুধ ব্যবসায়ী মো. আসাদ মিয়াসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ৮টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-
১. বিদ্যুৎ লোডশেডিং দেওয়ার পূর্বেই মাইকিংয়ের মাধ্যমে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের লোডশেডিংয়ের সময়সূচি অবহিত করতে হবে।
২. নান্দাইল প্রথম শ্রেণির পৌর শহরে বিদ্যুতের চাপ কমানোর লক্ষ্যে উন্নত প্রযুক্তি সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।
৩. ভুতুড়ে বিল তৈরি বন্ধসহ জোরপূর্বক ভুতুড়ে বিল আদায় সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
৪. সকল ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৫. অপরিকল্পিত বিদ্যুতের খুঁটি ও নিয়ম বহির্ভূত বিদ্যুতের লাইন দ্রুত সরিয়ে নিতে হবে।
৬. উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নতমানের বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭. বিদ্যুতের সঠিক রিডিং নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক মিটার সরবরাহ নিশ্চিত করতে হবে।
৮. বিদ্যুৎ অফিসে সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধ করার লক্ষ্যে, বিদ্যুৎ অফিস সম্পূর্ণভাবে দালাল মুক্ত করতে হবে। এছাড়াও বক্তারা মানববন্ধনের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
শান্তিপূর্ণ মানববন্ধন শেষে সমাপ্তি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী।
আজকালের খবর/ওআর