শনিবার ২৭ জুলাই ২০২৪
দিল্লিকে হারিয়ে আসরে প্রথম জয় পেল মুম্বাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১১:০৪ PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২০ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার (৭ এপ্রিল) নিজেদের মাঠ ওয়েংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা-ঈশান কিষান জুটির দুর্দান্ত শুরু সেইসাথে দলগত ভাল ব্যাটিংয়ের সুবাদে ২৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। জবাবে ২০৫ রান তুলতে পারে দিল্লি।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে, পৃথ্বী শ’র ৬৬, অভিষেক পোরালের ৪১ ও ত্রিস্তান স্টাবসের অপরাজিত ৭১ রানের সুবাদে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় দিল্লি। ত্রিস্তান স্টাবসের ইনিংসে ছিলো ৩টি চার ও ৭টি ছয়ের শট।

মুম্বাইয়ের পক্ষে জেরাল্ড কোয়েটজি ৩৪ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পান বুমরাহ।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান। দুজন মিলে গড়ে তোলেন ৮০ রানের উদ্বোধনী জুটি। ইনিংসের ৭ম ওভারের শেষ বলে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত। খেলেন ২৭ বলে ৪৯ রানের এক ঝড়ো ইনিংস। রোহিতের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের একেকটি চোখ জুড়ানো শট। রোহিত আউট হবার পর ক্রিজে এসেও বেশিক্ষন থাকতে পারেননি সূর্যকুমার যাদব। পরের ওভারেই এনরিচ নর্টজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র শূন্য রানেই। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ৩০ রানের জুটি গড়েন ঈশান। ২৩ বলে ৪২ রানের দারুন এক ইনিংস খেলে আউট হন তিনি।

শেষদিকে ২১ বলে বিধ্বংসী ৪৫ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড। অপরদিকে মাত্র ১০ বলে অপরাজিত ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোমারিও শেফার্ড। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লিকে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় মুম্বাই। দিল্লির পক্ষে ২টি করে উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল ও এনরিচ নর্টজে। ১টি উইকেট পান খলিল আহমেদ।

এম্যাচের ফলাফলে, চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে মুম্বাই। এক মযাচ বেশি খলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
একদফা দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা
ঢাকায় ২০৯ মামলায় গ্রেপ্তার ২৩৫৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
শেখ হাসিনাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করে ক্ষমা চাইল ‘ইন্ডিয়া টুডে এনই’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft