বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
মেঘনায় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩৪ জেলে আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:৫৪ PM
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩৪ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো. মুজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জেলেকে ছেড়ে দিয়ে ৩১ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, মৎস্য-নৌপুলিশ যৌথভাবে মার্চ -এপ্রিল অভয়াশ্রমে জাটকাসহ সকল প্রকার মাছ ধরা বন্ধ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মাছ আহরণের কারণে ৩৪ (চৌত্রিশ) জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি পাই জাল, ৫ টি চরঘেরা জাল, ৬টি নৌকা ও আনুমানিক ৪০ কেজি জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মুজিবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ জন জেলের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে এবং আটককৃত মাছগুলো স্থানীয় এতিমখানা বিতরণ ও জালগুলো পুঁড়িয়ে বিনষ্ট করার নির্দেশ দেয়। নৌকাগুলো আটক রাখা হয়েছে পরে ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযানে নৌপুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ, মৎস্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ডিসি নিয়োগ নিয়ে দিনভর সচিবালয়ে বিক্ষোভ
কমলাকে ইতিহাসের 'সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট' বললেন ট্রাম্প
লাশের খাটিয়া বহন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন
লাইসেন্স ফেরত চেয়ে বিটিআরসিকে সিটিসেলের চিঠি
প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হলে পরীক্ষা বাতিল : পিএসসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ করল মন্ত্রিপরিষদ বিভাগ
যে তিন কারণে জাতীয় সংগীত পরিবর্তন চাইলেন কর্নেল অলি
মাসুদ হত্যার নেতৃত্বে রাবি সমন্বয়ক, দাবি জয়ের
শেখ হাসিনা ভারতে গৃহবন্দি নন
রাতে যৌথ বাহিনীর হাতে আটক,পরদিন দুজনের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft