সোমবার ১৪ অক্টোবর ২০২৪
ঢাবি অধ্যাপকের মেয়ের ‘আত্মহত্যা’
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১২:৫২ PM আপডেট: ৩১.০৩.২০২৪ ২:২৩ PM
রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টারে আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক।

রবিবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ভোরে ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় পরে রয়েছেন ওই শিক্ষার্থী। পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন ওই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আদ্রিতা বাবা-মায়ের সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই কোয়ার্টারে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা
সৌদিতে ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
ছাত্র আন্দোলনে হামলা: ১৩ দিনে গ্রেফতার ৩১৯৫
আর নির্বাচন না করার ঘোষণা অলি আহমদের
গ্রেপ্তার তিনজনের কাছ থেকে টাকা-স্বর্ণালংকার-আইফোন উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেরেবাংলানগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই: সভাপতি তৌহিদুল, সম্পাদক মাসুদ খান
পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইরানে হামলা হলে আকাশসীমা বন্ধ করে দেবে আরব দেশগুলো
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় হার্ডলাইনে বিএনপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft