মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১:৪৫ AM
কক্সবাজারের টেকনাফে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবাইর হোসেন নাজিরপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। জোবাইর হত্যাকারী নজীব উদ্দিন ওই এলাকার বাসিন্দা জাগির হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের  ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য এনাম বলেন, টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার বাসিন্দা জোবাইরের সঙ্গে ওই এলাকার আলী আহমেদের ছেলে কায়েসের ইয়াবা বিক্রির টাকা নিয়ে ফোনে বাকবিতন্ডা হয়৷ এতে ক্ষিপ্ত হয়ে কায়েসের ভাগিনা নজীব উদ্দিন ও তার ভাইসহ কয়েকজন মিলে জোবাইরের বসতঘরে গিয়ে তাকে লক্ষ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জোবাইর। ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মুত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খান আলম বলেন, শুক্রবার সন্ধ্যায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কজনকভাবে একজনকে জরুরি বিভাগে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, নাজিরপাড়ায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ, সড়কে তীব্র যানজট
১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ১১৬ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশালে র‌্যাবের ওপর হামলা, গুলিতে মাদক ব্যবসায়ী নিহত
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু আগামীকাল
পারভেজ হত্যা, সেই ২ ছাত্রীকে বহিষ্কার
কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, লাল গালিচা সংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft