প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ২:২২ PM
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ছাত্র সুযশ ইসলাম পূর্ণ দেশটির নাগরিকত্ব পেয়েছেন। গত ২০ মার্চ সুযশকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করেছে সেদেশের স্টেট ডিপার্টমেন্ট।
এর ফলে সুযশ যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়া থেকে শুরু করে ভাইস-প্রেসিডেন্ট পদসহ বিভিন্ন পদে নির্বাচন করারও যোগ্যতা অর্জন করলো।
সুযশ পূর্ণ বর্তমানে উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।একই বিশ্ববিদ্যালয় থেকে সে বিএ অনার্স, ডাবল এমএ সমপন্ন করে।তার স্ত্রী আরিয়ানা হেটল্যান্ড নরওয়ে বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক। সে একটি ক্যান্সার হাসপাতালের কর্মকর্তা পদে রয়েছেন।
সুযশ ইসলাম পূর্ণ সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম টুকু এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দিলরুবা আহমেদের একমাত্র ছেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র বিবিএ বিভাগে পড়ার সময় সুযশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস্ স্কলারশিপ নিয়ে সেদেশে পাড়ি জমায়। সে নটরডেম কলেজ এবং আইডিয়াল স্কুলের ছাত্র ছিলেন।
আজকালের খবর/এসএইচ