প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ২:২৭ PM

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ঘিরে। বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন ২০২২-২৪ মেয়াদের কমিটি নানা কারণে সমালোচিত। যার শুরুটা ভোটে পরাজিত হয়ে আইনের দ্বারস্থ হয়ে সাধারণ সম্পাদক পদ দখল করা নিপুণকে ঘিরে। বছরজুড়েই আলোচনায় ছিলেন নিপুন ও জায়েদ খান।
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে ঘটল আরো এক অপ্রত্যাশিত ঘটনা। ঢাকার অদূরে আশুলিয়া প্রিয়াঙ্কা শুটিং হাউজে শনিবার (২ মার্চ) এ মিলনমেলার আয়োজন করা হয়। আর সেখানেই ঘটলো শিল্পীদের মধ্যে হাতাহাতির ঘটনা।
রবিবার রাত থেকে নেটদুনিয়ায় ভাইরাল পিকনিকে কয়েকজন শিল্পীর হাতাহাতির ভিডিও।
৩ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পর্যন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
আজকালের খবর/এসএইচ