শনিবার ২৭ জুলাই ২০২৪
আমি সার্বিকভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই: এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৭:৩৫ PM আপডেট: ০৩.০৩.২০২৪ ৭:৫০ PM
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরবাসীর বহু কাক্সিক্ষত দীর্ঘ ২০ বছর পর ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ রবিবার পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি 

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আমি সার্বিকভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই, কিন্তু এর মুখ্য ভূমিকা পালন করতে হবে মেয়রকে। আপনারা প্রকল্প তৈরি করেন আমি সংসদে কথা বলে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, আগামী ৫বছরের জন্য শহর উন্নয়নে পরিকল্পনা তৈরি করেন ভবিষ্যতে আপনাদের ভোগান্তিতে পরতে হবে না।

হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। 

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, এএসপি সার্কেল রেজাউল হক, আওয়ামী লীগ সভাপতি  অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ওসি সোহেল রানা, জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সভাপতি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন রবিউল ইসলাম সবুজ, সাবেক মেয়র মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, সাবেক মেয়র আলমগীর সরকার, জাপা আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, কাউন্সিলর ইসহাক আলী, কাউন্সিল হালিমা আক্তার ডলি, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
ভিন্ন ধাঁচে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
‘জন্মদিনে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না’
ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু
ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft