প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২২ PM

সাতক্ষীরার আশাশুনিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুই জন নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী গৃহবধূ ফজিলা খাতুন (৫০) ও লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।
আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)। তাদের এলাকাবাসী উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আশাশুনি থানার এসআই মহিতুর রহমান ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, সকালে সাতক্ষীরা থেকে আশাশুনিগামী একটি পিকআপ ও সাতক্ষীরাগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নওয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। এছাড়া ৪ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। তবে এ ঘটনায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন চালককে পাওয়া যায়নি।
আজকালের খবর/এসএইচ