শনিবার ২৭ জুলাই ২০২৪
সাতক্ষীরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই নারী হজযাত্রী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২২ PM
সাতক্ষীরার আশাশুনিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুই জন নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী গৃহবধূ ফজিলা খাতুন (৫০) ও লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)। তাদের এলাকাবাসী উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।


আশাশুনি থানার এসআই মহিতুর রহমান ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, সকালে সাতক্ষীরা থেকে আশাশুনিগামী একটি পিকআপ ও সাতক্ষীরাগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নওয়াপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। এছাড়া ৪ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। তবে এ ঘটনায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন চালককে পাওয়া যায়নি।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী বুলগাকভ গ্রেপ্তার
এবার ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft