শনিবার ২৭ জুলাই ২০২৪
শীর্ষস্থান দখলে নিতে দুপুরে মাঠে নামছে বরিশালের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৬ PM আপডেট: ২৩.০২.২০২৪ ১২:২৫ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের চ্ট্টগ্রাম পর্ব শেষ করে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। ঢাকা পর্বে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ দুইটি ম্যাচ।

দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় ফরচুন বরিশাল মোকাবেলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই ম্যাচে কুমিল্লা জিতলে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার ১ নম্বরে উঠে যেতে পারে। যদিও সেটা প্লে অফে কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে ফরচুন বরিশাল এই ম্যাচ হারলেও তারা ঠিকই শেষ চারে থেকে লিগ পর্ব শেষ করবে।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা আজ তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে গেলেও রানরেটের কারণে বাদ পড়তে পারে।

কুমিল্লা শিবিরে কিছুটা দুঃশ্চিন্তা পেসার মুস্তাফিজের না থাকা। শঙ্কা মুক্ত ফিজ আছেন ফিজিওর পর্যবেক্ষণে। এক ম্যাচ কম খেলে কুমিল্লা রয়েছে দ্বিতীয় স্থানে। বরিশালকে বড় ব্যবধানে হারাতে পারলে শীর্ষস্থানটা দখলে নেয়ার সুযোগ বর্তমান চ্যাম্পিয়নদের। সমান তালে পারফর্ম করছেন দেশি ও বিদেশি ক্রিকেটাররা। যদিও ম্যাচের আগের দিন বেশির ভাগ বিদেশি ক্রিকেটার ছিলেন বিশ্রামে। কুমিল্লার ফিনিশার জাকের আলী অনিক আশাবাদী বরিশালের বিপক্ষে আরো একটা জয়ের।

এদিকে ফরচুন বরিশালের লড়াইটা জয়ে ফেরার। সবশেষ সাগরিকায় রংপুরের কাছে হেরেছে তামিম ইকবালরা। প্লে-অফের লড়াইয়ে নামার আগে জয়ের জন্য মরিয়া সাউদার্ন আর্মিরা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
বিএনপি-জামায়াতের ‘জাতীয় ঐক্য’ প্রতিরোধের আহ্বান কাদেরের
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
সারাদেশে আরো ২৯০ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব
কোটা আন্দোলনে নুরকে ৪ লাখ টাকা দেন এক নেতা: ডিবিপ্রধান
মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রবিবার: পলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রিমান্ড শেষে কারাগারে নুর
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, আরেক জঙ্গি গ্রেপ্তার
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft