শনিবার ২৭ জুলাই ২০২৪
শান্ত সীমান্ত পরিস্থিতি, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের দাবি
তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৫ PM
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী  ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত অস্থিরতার চাপ বাংলাদেশ সীমান্তে কমে এসেছে। সোমবার থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ-পূর্ব সীমান্তে কোন গোলাগুলির শব্দ শুনা যায়নি। এই কয়েকদিন গোলাগুলি বিহীন শান্তিতে ছিলেন টেকনাফ ও সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা৷ 

এই অবস্থায় টেকনাফ - সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পূনরায় চালু করে স্বাভাবিক রাখার দাবি জানিয়ে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার ( টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদ জানান, সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন সীমান্তে গোলাগুলির শব্দ শুনা যায়নি। এমতাবস্থায় টেকনাফ - সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল পূনরায় চালু করার দাবি জানাচ্ছি। সামনে রমজান মাস, এই এক মাস কোন ব্যবসা হবেনা।  বর্তমানে আমরা জাহাজ মালিক সহ সেন্টমার্টিন ও টেকনাফ পর্যটনশিল্প সংশ্লিষ্ট  অন্তত ৩ লাখ মানুষ বেকার সময় পার করছি৷ আমরা অনেকেই এখনো করোনাকালীন ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি৷ তার মধ্যে গত বছর ও এই বছর ভরা মৌসুমে হঠাৎ বন্ধ করে দেয়া হয় জাহাজ চলাচল। আমরা অনেকটা মানবেতর জীবনযাপন করছি৷ 

সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে সংঘাত এখন রাখাইনের মংন্ডু শহরের দিকে অগ্রসর হয়েছে। এতে সোমবার থেকে বাংলাদেশ সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যায়নি । সীমান্তের বেশির ভাগ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চৌকি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে কথা হয় পর্যটক মল্লিকা ও সুজনের সঙ্গে। তারা জানান, টেকনাফ - সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে ভ্রমণের আগ্রহ কমে গেছে। যদিও ইনানী জেটিঘাট থেকে সেন্টমার্টিন যাওয়া যায়, সেক্ষেত্রে দূরত্ব বেশি হয়ে যাবে ৷ এতক্ষণ জাহাজে অবস্থান করা যায়না। তারমধ্যে ওই ঘাট থেকে জাহাজের ভাড়াও বেশি বলে মনে হয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময়ে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা
শিক্ষার্থীরা ধৈর্য না ধরায় সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াত
বেলকুচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
রংপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
পঞ্চগড়ে কারফিউয়ের অষ্টম দিনে এসে স্বাভাবিক সব কিছু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে বেরোবি
ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft