প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৯ PM
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারামুক্ত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে এসে পৌঁছায়। পরে এসব কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গত বছর ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা হয় আলালের বিরুদ্ধে। পরে এসব মামলায় জামিন পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিন বছরের সাজার মামলায় রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন।
রাজধানীর ধানমন্ডি থানায় এক দশক আগে দায়ের করা নাশকতার মামলায় ৩১ ডিসেম্বর আলালসহ আটজনকে পৃথক দুটি অভিযোগে তিন বছর কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম।
আজকালের খবর/বিএস