বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
সখীপুর বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
রফিকুল ইসলাম, সখীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪১ PM
টাঙ্গাইলের সখীপুর বন বিভাগের মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার  (২০ফেব্রুয়ারি) সকালে যাদবপুর ইউনিয়নের বহুরিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা এস এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, স্থানীয় মাতব্বর সুরহাব আলী, হযরত আলী, কুদ্দুস মিয়া, হুমায়ুন মিয়া প্রমুখ।

এলাকাবাসী সূত্র জানা যায়, বন বিভাগ মূল আসামিদের নামে মামলা না দিয়ে নিরীহ দিনমজুরের নামে মামলা দিয়েছে। বহুরিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে আবুল মিয়া বেকু বা মাটি ব্যবসার সঙ্গে জড়িত নয়। সে দিনমজুর নিরীহ প্রকৃতির লোক। বিট অফিসার মাটি ব্যবসায়ীদের সঙ্গে টাকার বিনিময়ে যোগসাজশে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহার না পরবর্তীতে ঢাকা রোড অবরোধ করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, আবুল মিয়া নিরীহ প্রকৃতির লোক। সে বেকু বা মাটি ব্যবসার সঙ্গে জড়িত নয়। বিট অফিসার টাকার বিনিময়ে মাটি ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে  নিরীহ ব্যক্তির নামে মামলা দিয়েছে। এ মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি।

নলুয়া বিট অফিসার সাফেরুজ্জামান বলেন, আবুল মিয়া মূলত জমিটি জবর দখল করে রেখেছেন। তাই তার নামে মামলা দেওয়া হয়েছে। 

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
চমক দেখাতে জাতিসংঘে যাচ্ছেন ড. ইউনূস
ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে সরব রাহুল, আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক
বিচারকদের ফেসবুকে শৃঙ্খলা পরিপন্থি স্ট্যাটাস না দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
যাত্রীদের সেবা দিতে রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু
বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন : কমালা হ্যারিস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ করল মন্ত্রিপরিষদ বিভাগ
যে তিন কারণে জাতীয় সংগীত পরিবর্তন চাইলেন কর্নেল অলি
মাসুদ হত্যার নেতৃত্বে রাবি সমন্বয়ক, দাবি জয়ের
রাতে যৌথ বাহিনীর হাতে আটক,পরদিন দুজনের মৃত্যু
শেখ হাসিনা ভারতে গৃহবন্দি নন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft