শনিবার ২৭ জুলাই ২০২৪
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৬ AM আপডেট: ১৯.০২.২০২৪ ১২:০৫ PM
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটো রিকশা চালকসহ আরো দুইজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার ভাউমান এলাকার হাসেন আলীর ছেলে শওকত হোসেন, পাশের টালাবহ এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মকজেল হোসেন ও একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম। এরা সবাই স্থানীয় একটি ইটভাটায় দিনমজুরের কাজ করতেন।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শওকত, মকজেল ও ইয়াকুবসহ চারজন শ্রমিক প্রতিদিনের মতো সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকা থেকে একটি অটোরিকশা যোগে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পাম্পের পাশে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীসহ অটোরিকশাটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। ফলে ঘটনাস্থলেই শওকত, মকজেল ও জাহিদুল মারা যান। এ সময় অটোরিকশা চালকসহ অপর শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে । নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর
খাগড়াছড়িতে ঘুমন্ত অবস্থায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
বিএনপি-জামায়াতের ‘জাতীয় ঐক্য’ প্রতিরোধের আহ্বান কাদেরের
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল
সারাদেশে আরো ২৯০ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রিমান্ড শেষে কারাগারে নুর
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft