শনিবার ২৭ জুলাই ২০২৪
বাড্ডায় শীর্ষ সন্ত্রাসী জিসান হাজি ও মেহেদী কলিংসের অনুসারীরা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৫ PM
বাড্ডা থানায় পলাতক শীর্ষ সন্ত্রাসী মেহেদী ওরফে কলিংস এর অনুসারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ধারাবাহিক অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী জিসান ওরফে হাজি গ্রুপের ৩ সহযোগীকে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

আসামিরা হলেন- দুলাল (৪৫), সজল (৪০), ও কানি সোহেল (৪১)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) বাড্ডা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, আসামিরা বাড্ডা এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসী মেহেদী ওরফে কলিংস এর অনুসারী। তারা মেহেদীর নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠায়। সম্প্রতি চাঁদার জন্য বেশ কয়েকজনকে মারপিট করে। এসব ঘটনায় ভুক্তভোগীরা সন্ত্রাসীদের ভয়ে থানায় অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় করা হয়। পরে এই সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনতে কাজ করি এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

অন্যদিকে আরেকটি অভিযানে বাড্ডার শীর্ষ সন্ত্রাসী জিসান ওরফে হাজি গ্রুপের ৩ সহযোগীকে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- আমজাদ হোসেন ওরফে চাকু সোহেল, মহিউদ্দিন মাহি, ও মো. জাহিহদুল ইসলাম।

ওসি বলেন, এই দুই গ্রুপের বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে। একটি মামলা হয় বুধবার (১৪ ফেব্রুয়ারি) আর বাকি দুটি মামালা শনিবার  (১৮ ফেব্রুয়ারি) হয়। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
ভিন্ন ধাঁচে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
‘জন্মদিনে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না’
ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু
ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই
আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft