শনিবার ২৭ জুলাই ২০২৪
ফরিদপুর প্রেস ক্লাবে ফুলেল শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহ
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫১ PM
দৈনিক রুপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। পরে প্রেস ক্লাব চত্বরে তার জন্য দোয়া করা হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে লায়েকুজ্জামানের লাশবাহী গাড়ী ফরিদপুর প্রেস ক্লাবে এসে পৌঁছায়। এ সময় ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে ফরিদপুর প্রেস ক্লাব, ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পরে তার লাশবাহী গাড়ী রাজবাড়ীর উদ্দেশে যাত্রা করে। সেখানে তার শশুরালয়ে তাকে দাফন করা হবে। এর আগে, শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

লায়েকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে। তিনি ঢাকায় জাতীয় দৈনিক সকালের খবর, দৈনিক মানবজমিন, দৈনিক কালেরকণ্ঠসহ বেশ কিছু জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি প্রকাশিতব্য পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া, লায়েকুজ্জামান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। একই সাথে ঢাকায় কর্মরত ফরিদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‌‘ফরিদপুর জার্নালিস্ট ফোরাম (এফজেএফডি)’ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
ভিন্ন ধাঁচে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
‘জন্মদিনে নিজের মৃত্যুসংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft