প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ PM
ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিবছরের মতো এবারেও চার দিনব্যাপী বিশ্ব ওরস শরীফ শুরু হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর পবিত্র ফাতেহা শরীফ পাঠ ও আটরশি পীর ছাহেবের রওজা শরীফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওরসের কার্যক্রম। জুমার নামাজে হাজারও মসুল্লি অংশ নেন।
এ উপলক্ষে আজ দুপুরে জাকের মঞ্জিল মাদরাসা ভবনের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বাস, ট্রাক, লঞ্চসহ বিভিন্ন যানবাহনযোগে দেশ-বিদেশ হতে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তরা উরস শরীফে সমবেত হচ্ছেন।
এছাড়া এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন তারা। আগামী মঙ্গলবার সকালে আটরশি পীর সাহেবের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন। সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর