শনিবার ২৭ জুলাই ২০২৪
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী দই মেলা
জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৮ PM আপডেট: ১৪.০২.২০২৪ ১:৫৭ PM
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকায় ঐতিহ্যবাহী বাহারি দই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বিদ্যাদেবী স্বরস্বতী পূঁজা উপলক্ষে এ দই মেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় চলবে এ দই মেলা। এ মেলায় নানা রকম বাহারি ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেছেন দই বিক্রেতারা। মেলায় ক্রেতারা ভীড় জমিয়ে নানা রকমের দই ক্রয় করছেন।

মেলায় দইয়ের মধ্যে রয়েছে- ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নামের অনেক দই। শীত উপেক্ষা করে নারী পুরুষরা এ দই ক্রয় করতে এসেছে। অন্যদিকে, আজকেই সিরাজগঞ্জের তাড়াশ বাজারেও প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানেও নানা রকম উন্নতমানের দই বিক্রি করা হয়। 

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ দই কেনাকাটা বেশি হয়ে থাকে। এখানে তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর এ দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রুতি রয়েছে, ওই জমিদার নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। এজন্য জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূঁজা উপলক্ষে দিনব্যাপী এই দই মেলার প্রচলন শুরু । সেই থেকে শ্রী পঞ্চমী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
রংপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
পঞ্চগড়ে কারফিউয়ের অষ্টম দিনে এসে স্বাভাবিক সব কিছু
কিশোরগঞ্জে প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরম, জনজীবন অতিষ্ট
একটি মহল গুজবের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্ষায় শ্রাবণ, ভরা যৌবনবতীর রূপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে বেরোবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft