প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৮ PM আপডেট: ১৪.০২.২০২৪ ১:৫৭ PM
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকায় ঐতিহ্যবাহী বাহারি দই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বিদ্যাদেবী স্বরস্বতী পূঁজা উপলক্ষে এ দই মেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় চলবে এ দই মেলা। এ মেলায় নানা রকম বাহারি ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেছেন দই বিক্রেতারা। মেলায় ক্রেতারা ভীড় জমিয়ে নানা রকমের দই ক্রয় করছেন।
মেলায় দইয়ের মধ্যে রয়েছে- ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নামের অনেক দই। শীত উপেক্ষা করে নারী পুরুষরা এ দই ক্রয় করতে এসেছে। অন্যদিকে, আজকেই সিরাজগঞ্জের তাড়াশ বাজারেও প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানেও নানা রকম উন্নতমানের দই বিক্রি করা হয়।
বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ দই কেনাকাটা বেশি হয়ে থাকে। এখানে তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর এ দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রুতি রয়েছে, ওই জমিদার নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। এজন্য জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূঁজা উপলক্ষে দিনব্যাপী এই দই মেলার প্রচলন শুরু । সেই থেকে শ্রী পঞ্চমী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/ওআর