মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী দই মেলা
জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৮ PM আপডেট: ১৪.০২.২০২৪ ১:৫৭ PM
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকায় ঐতিহ্যবাহী বাহারি দই মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বিদ্যাদেবী স্বরস্বতী পূঁজা উপলক্ষে এ দই মেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় চলবে এ দই মেলা। এ মেলায় নানা রকম বাহারি ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেছেন দই বিক্রেতারা। মেলায় ক্রেতারা ভীড় জমিয়ে নানা রকমের দই ক্রয় করছেন।

মেলায় দইয়ের মধ্যে রয়েছে- ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নামের অনেক দই। শীত উপেক্ষা করে নারী পুরুষরা এ দই ক্রয় করতে এসেছে। অন্যদিকে, আজকেই সিরাজগঞ্জের তাড়াশ বাজারেও প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানেও নানা রকম উন্নতমানের দই বিক্রি করা হয়। 

বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ দই কেনাকাটা বেশি হয়ে থাকে। এখানে তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর এ দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রুতি রয়েছে, ওই জমিদার নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। এজন্য জমিদার বাড়ির সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পূঁজা উপলক্ষে দিনব্যাপী এই দই মেলার প্রচলন শুরু । সেই থেকে শ্রী পঞ্চমী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/ওআর








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাগেরহাটে দিনেদুপুরে বিএনপি নেতা খুন
প্রেক্ষাগৃহে আসছে ‘রং ঢং’
‘নাট্যকর্মীরা সবাই পাহারা দেব যেন নির্বিঘ্নে প্রদর্শনী হয়’
‘থ্রিলার’ অ্যালবামের প্রযোজক কুইন্সি মারা গেছেন
আসছে ড্রামা সিরিজ ‘হাবুডুবু’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবশেষে রুম বরাদ্দের সমাধানের পথ খুলে দিলো ইবি প্রশাসন
সোনার দাম কিছুটা কমলো
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল
ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft