বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
প্লেবয় ম্যাগাজিনে টপলেস হলেন রাজকুমারী
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৮ PM
রাজকুমারী শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে ভারী পোশাক, বহুমূল্যের গয়নায় শোভিত কোনো সুন্দরী নারীমুখ। সেই রাজকুমারী প্রথমবার টপলেস হয়ে ফটোশুট করলেন।

প্লেবয় ম্যাগাজিনের জন্য শরীর থেকে অনায়াসে পোশাক সরিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ৩৭ বছর বয়সি জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিস, প্রিন্সেস অব স্যাক্সনি। জানা গেছে, এই ম্যাগাজিনের লোকাল সংস্করণের প্রচ্ছদে জার্মানির রাজকুমারীর টপলেস ছবিটি প্রকাশিত হয়েছে। জার্মান এক গণমাধ্যমকে রাজকুমারী জানান, প্রত্যেক নারীই নিজের মতো করে সুন্দর। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রপিতামহ ফ্রেডরিক অগাস্ট থ্রি ছিলেন স্যাক্সনির শেষ রাজা। ১৯৩২ সালে তিনি মারা যান। রাজকুমারীর কথায়, ফ্রেডরিক অগাস্ট থ্রি বেঁচে থাকলে তার এই পদক্ষেপকে সমর্থনই জানাতেন। কারণ, তিনি খুব খোলামনের মানুষ ছিলেন বলেই জানান জেনিয়া।

তবে দাদা থাকলে এই কাজে অনুমোদন দিলেও, পরিবারের অন্য কোনো সদস্য তা মানবেন না বলেই মনে করেন রাজকুমারী। পরিবারের কেউ এই ম্যাগাজিনের একটা কপি কিনলেও তিনি অবাক হবেন বলেও জানান। এক সময় রাজকুমারী হওয়ার কারণে বন্ধুদের নানা কৌতূহলী প্রশ্নের মুখে পড়তে হতো জেনিয়া ফ্লোরেন্স গ্যাব্রিয়েলা সোফি আইরিসকে। মেয়ে বন্ধুরা জানতে চাইতেন, গল্পের রাজকুমারীদের মতোই তারও দাসী রয়েছেন কি না।

এমনকী তার ছেলে বন্ধুরা তাকে বিয়ে করে রাজ পরিবারের সদস্য হওয়ারও প্রস্তাব দিতেন। সে সময় কিছুটা বিরক্ত হলেও এখন ওয়েটিনের হাজার বছরের পুরনো রাজ পরিবারের সদস্য হিসাবে তার ভালই লাগে। ‘ডাই বার্গ’, ‘সামার হাউজ অব দ্য স্টারস’, ‘ব্যাটেল অব দ্য রিয়ালিটি স্টারস’ এর মতো রিয়ালিটি শো’য়ে অংশও নিয়েছেন তিনি। রাজকুমারী জানান, রিয়েলকেই রিয়ালিটি টিভিতে ফেরাতে চান। একইসঙ্গে বাস্তবে তিনি কী তাও তুলে ধরতে চান সকলের সামনে।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
যাত্রীদের সেবা দিতে রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু
বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন : কমালা হ্যারিস
ডিসি নিয়োগ নিয়ে দিনভর সচিবালয়ে বিক্ষোভ
কমলাকে ইতিহাসের 'সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট' বললেন ট্রাম্প
লাশের খাটিয়া বহন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ করল মন্ত্রিপরিষদ বিভাগ
যে তিন কারণে জাতীয় সংগীত পরিবর্তন চাইলেন কর্নেল অলি
মাসুদ হত্যার নেতৃত্বে রাবি সমন্বয়ক, দাবি জয়ের
শেখ হাসিনা ভারতে গৃহবন্দি নন
রাতে যৌথ বাহিনীর হাতে আটক,পরদিন দুজনের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft