মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪
এবার রাফাহ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২২ PM আপডেট: ১২.০২.২০২৪ ১২:৩০ PM
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকশ মানুষ। খবর আনাদোলুর।

ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যরাত থেকেই ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো হয়। এতে শতাধিক ফিলিস্তিনিরে প্রাণহানি হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজার বাকি অংশে আক্রমণ চালাচ্ছিল বেসামরিক ফিলিস্তিনিরা তখন মিশরের সঙ্গে গাজার সীমান্তে অবস্থিত রাফাতে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী বেসামরিকদের জন্য এটিকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল। তবে গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনীকে রাফাহ শহরে স্থল অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর থেকেই রাফায় অভিযান শুর করে ইসেরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানিয়েছে, বর্তমানে রাফাহতে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক- প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে।

রাফাহর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলিরা তাদের বর্বর হামলায় অন্তত দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আজকালের খবর/এসএইচ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
দিল্লির ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণ পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা: হাসনাত
আজকে যে আমলা, কাল রাজনীতিবিদ, পরের দিন সে ব্যবসায়ী: দেবপ্রিয়
ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি
বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩ তম বর্ষপূর্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ
বাকি না দিতে একই সুর ইবি উপাচার্য-ছাত্রদল-ছাত্রশিবিরের
কমতে পারে তাপমাত্রা, থাকবে মেঘলা আকাশ ও ঘন কুয়াশা
জয়িতা সম্মাননা পেলেন জাবি অধ্যাপকের মা
সখীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft