প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৮ AM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের ৪ জন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)। অপর নিহত দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল ৭টার দিকে রংপুরগামী দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজারের কাছে যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা চার আরোহী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান। তিনি বলেন, এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসটি আটক করে মহসড়ক অবরোধ করে রাখে। পরে তা স্বভাবিক অবস্থায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকালের খবর/এসএইচ