প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৪ PM
ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরকান্দায় সিনিয়র সহকারী পুলিশ সুপারের (সার্কেল) কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা, সহ-সভাপতি মনির মোল্যা, হারুন-অর রশিদ, রেজাউল করিম, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মজিবুর রহমান, আজিজুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন, বিধান মণ্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা প্রমুখ। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল সালথায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/ওআর