বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে বাস্তুহারাদের পাশে দাঁড়ালো গুরু, ফ্রেন্ডস আপ ও কোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৪:১৬ PM আপডেট: ৩১.০১.২০২৪ ৫:৩০ PM
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে দুস্থ ও আর্ত মানবতার সেবায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করলো বাংলাদেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড গুরু কার্বোনেটেড ড্রিংকস, ফ্রেন্ডস আপ ও ফ্রেন্ডস কোলা। 

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে এ চেক হস্তান্তর করা হয়। 

মুসলিমদের পবিত্রভূমি ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার ফলে হাজারো মানুষের জান মালের ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত ২৬ হাজার মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া লাখ লাখ মুসলিম আহত ও বাস্তুহারা হয়েছেন। যাদের জরুরি চিকিৎসা সামগ্রী ও খাদ্য পণ্য দরকার। এ সময় তাদের পাশে এগিয়ে আসে দেশবন্ধু গ্রুপ। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অব. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, দেশবন্ধু ফুড এন্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, জিএম মো. নাসির উদ্দীন, ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল যুবায়েরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় দেশবন্ধু ফুড এন্ড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান বলেন, আমরা যেসব কাজই করি তা মানবিকতার জন্য। মানুষ মানুষের জন্য। ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তাদের জন্য আমরা কাজ করছি। এই বর্বরোচিত হামলায় আহত ও বাস্তুহারাদের খাদ্য পণ্য ও জানমালের নিরাপত্তায় এগিয়ে আসবো। আজকে আমাদের যে পণ্যটি ফিলিস্তিনের নাগরিকদের জন্য দিচ্ছি তা দুতাবাসের মাধ্যমে পৌছানোর ব্যবস্থা করবো। এরই ধারাবাহিকতায় আমরা ২৫ লাখ টাকা দিয়েছি। এছাড়া আমাদের এ তিনটি পণ্যের প্রতিটি থেকে ১ টাকা ৫০ পয়সা করে করে ফিলিস্তিনি নাগরিকদের জন্য ব্যয় করবো।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৬ হাতবোমা উদ্ধার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
কুয়েটে এবার রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীদের প্রবেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ
দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে সাজা দিলেন ইউএনও
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
মহানবীকে কটূক্তি করায় তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft