শনিবার ২৭ জুলাই ২০২৪
জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা প্রধানের পদত্যাগ চায় ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১২:২৮ PM
পশ্চিমা বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র জন্য অনুদান স্থগিত ঘোষণার পর এবার সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ দাবি করল ইসরায়েল। 

সেই সঙ্গে গাজায় জাতিসংঘের এই সংস্থার মানবিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ইহুদিবাদী দেশটি।

ইসরায়েলের অভিযোগ, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার সঙ্গে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা জড়িত।

ইসরায়েল অভিযোগ তোলার পর জাতিসংঘের সংস্থাটিকে নতুন করে তহবিল দেওয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, স্কটল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড।

লাজারিনি এক্সে এক পোস্টে বলেছেন, গাজাবাসীদের এই অতিরিক্ত শাস্তি প্রাপ্য ছিল না। এটা আমাদের সবাইকে আহত করেছে।

ইউএনআরডব্লিউএ গত শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের অভিযোগের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে তারা। আর কোনও কর্মকর্তা ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত থাকলে তাদের জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি। 

তবে কতজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানাননি লাজারিনি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কেৎজ ইউএনআরডব্লিউএ’র প্রধান কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনির পদত্যাগ চেয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কেৎজ লিখেছেন, লাজারিনি অনুগ্রহ করে পদত্যাগ করুন।

ইউএনআরডব্লিউএ’র প্রধান এর আগে এক্সে এক পোস্টে বলেন, তহবিল কমানোর অর্থ হল- গাজায় জাতিসংঘের কার্যক্রম ভেঙে পড়তে চলেছে। 

এর পাল্টা জবাবে কেৎজ এই পোস্ট দেন।

কেৎজ এর আগে এক বিবৃতিতে বলেন, গাজা পুনর্গঠনে প্রকৃত শান্তি ও উন্নয়নের জন্য যেসব সংস্থা কাজ করছে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। সূত্র: এএফপি

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
ভিপিএন ব্যবহারে সুবিধার পাশাপাশি রয়েছে যেসব ঝুঁকি
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব
রিমান্ড শেষে কারাগারে নুর
ফেসবুক-টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
জাবি শিক্ষকের ‘পদত্যাগ নাটক’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft