মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
ফিলিস্তিনে অনুদান বন্ধের ঘোষণা দিলো নয় পশ্চিমা দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৯:৪৮ AM
ফিলিস্তিনিদের জন্য অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে নয় পশ্চিমা দেশ। 

গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েক জন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর এ ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

শনিবার নয় দেশের মধ্যে সর্বশেষ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস অনুদান বন্ধের ঘোষণা দেয়। এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও জার্মানি অনুদান বন্ধের ঘোষণা দেয়। 
শুক্রবার লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএ’র অন্তত ১২ জন কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের যথাযথ তদন্ত না হলে ইউএনআরডব্লিউএ-এর তহবিলে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বরাদ্দ বন্ধ থাকবে।

শনিবার ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংস্থাটি অভিযুক্ত কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) সেক্রেটারি-জেনারেল হুসেইন আল-শেখ পশ্চিমাদের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, এই নির্দিষ্ট সময়ে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত আগ্রাসনের আলোকে, আমাদের এই আন্তর্জাতিক সংস্থার জন্য সর্বাধিক সমর্থন প্রয়োজন এবং একে সমর্থন ও সহায়তা বন্ধ করা উচিত নয়। সূত্র: সিএনএন

আজকালের খবর/বিএস 








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাগেরহাটে দিনেদুপুরে বিএনপি নেতা খুন
প্রেক্ষাগৃহে আসছে ‘রং ঢং’
‘নাট্যকর্মীরা সবাই পাহারা দেব যেন নির্বিঘ্নে প্রদর্শনী হয়’
‘থ্রিলার’ অ্যালবামের প্রযোজক কুইন্সি মারা গেছেন
আসছে ড্রামা সিরিজ ‘হাবুডুবু’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবশেষে রুম বরাদ্দের সমাধানের পথ খুলে দিলো ইবি প্রশাসন
সোনার দাম কিছুটা কমলো
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল
ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft