বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
ছাত্রীকে যৌন নিপীড়ন
ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৩:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠন করা ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ তাদের রিপোর্ট পেশ করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। কমিটির প্রতিবেদনে অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়। 

সিন্ডিকেটের এক সদস্য জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে। সেলকে তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তদন্তকালীন সময়ে অভিযুক্ত শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ উঠে অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে। পরে ২৮ নভেম্বর এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ দেন ভুক্ত ওই শিক্ষার্থী। 

ওই শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর একটি ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটি গঠন করে সিন্ডিকেট। আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামানের নেতৃত্বে কমিটিতে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. আবুল মনসুর আহাম্মদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।

আজকালের খবর/ওআর









http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
বন্ধ হলো বাংলাদেশ-ভারত সীমান্তে বাসিন্দাদের মিলনমেলা
সব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ সবাই: জামায়াত
নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি
হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আসিফ নজরুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেতনের বাইরে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে জমা ১৩৪ কোটি টাকা
দেবীদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক অপহরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft