প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৭ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন বিজয় লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রোগ্রামার কাজী জিয়াউল হক (শিবলু), কোষাধ্যক্ষ পদে উপ-পরিচালক মাহমুদুর রহমান (রিয়াজ) নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে দপ্তর ও প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার মো. মহিউদ্দিন (জুয়েল), মহিলা সম্পাদিকা পদে সেকশন অফিসার তৃষা মজুমদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সেকশন অফিসার এমিল সাদেকীন বিজয় লাভ করেছেন।
এছাড়া অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন, ডেপুটি লাইব্রেরিয়ান মো. বাবর আলী ও সেকশন অফিসার আবদুল ওয়াহেদ (পরোয়ানা)।
আজকালের খবর/ওআর