শনিবার ২৭ জুলাই ২০২৪
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বুবলী: এলাকায় মিষ্টি বিতরণ
ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ PM আপডেট: ১০.১২.২০২৩ ৮:৫৩ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী। আজ রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে ফারজানা রাব্বী বুবলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি গণমাধ্যমে বুবলী নিশ্চিত করেছেন। তিনি প্রার্থিতা ফিরে পেতে গত বুধবার ইসিতে আপিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বুবলীর কর্মী-সমর্থকরা। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা সাঘাটা ফুলছড়ির সকল এলাকায়, বিভিন্ন হাট-বাজারে ও চা-দোকানে আনন্দে মিষ্টি বিতরণ করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে সাঘাটা উপজেলার হাট ভরখালীর সম্রাট মিয়া জানান, বুবলি আপার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায়, আমরা সবাই খুবই আনন্দিত, এবং আমি মনে করি আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে উনি বিজয়ী হবেন। এলাকার উন্নয়ন ওনাকে দিয়েই সম্ভব।  

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তাজু মিয়ার কাছে বুবলীর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মনে প্রাণে চেয়েছিলাম সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে বুবলী আপার মনোনয়ন বৈধ হবে। আজ হয়েছেও তাই। আল্লাহর নিকট শুকরিয়া জানাই। বুবলী আপা  একজন যোগ্য প্রার্থী। অন্যান্য প্রার্থীর তুলনায় দুই থেকে তিনগুণ ভোট বেশি পেয়ে তিনি এমপি নির্বাচিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা তার জন্য মন ভরে দোয়া করি।’

ফারজানা রাব্বী বুবলী গাইবান্ধা-৫ আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। তিনি সেখানকার সাতবারের এমপি প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা এবং ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমার বাবা ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন। আমি এখনো আশাবাদী সাঘাটা-ফুলছুড়িতে আমি যে জনসমুদ্র দেখেছি তাতে আমি শতভাগ আশাবাদী আমি জয়লাভ করবো।  

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এতোদূর পর্যন্ত এসেছি, বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আমি তার বিরুদ্ধে কোনো কাজ করবো না ও তার বিরুদ্ধেও যাবো না। স্বতন্ত্র প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী ওপেন করে দেওয়ার কারণেই আমি আজকে এখানে এসেছি, নির্বাচন করছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবার যে অসমপ্ত কাজগুলো সাঘাটা-ফুলছড়িতে আছে তা আরো এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি যাব ও বলবো। আমি জানি, আমাদের মা দরদি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা কখনোই ফেলায় না। তিনি প্রত্যেক এলাকায় বড় বড় উন্নয়ন করেছেন। পুরো বাংলাদেশকে তিনি উন্নয়ণের ধারায় নিয়ে গেছেন। 

জানা গেছে, অতি ‘সামান্য ভুল, তুচ্ছ কারণকে’কেন্দ্র করে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ফারজানা রাব্বী বুবলীর মনোনয়ন বাতিল করেন। পরবর্তী সময়ে প্রচলিত আইন অনুসারে প্রধান নির্বাচন কমিশনের বরাবরে আবেদন করিলে কমিশন তা বৈধ ঘোষণা করে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
নতুন বছরে সুদহার বাড়ছে
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
ইতিহাসের মহানায়ক: একটি অনন্য প্রকাশনা
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক দিনে সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft