প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৮:০৩ PM
নওগাঁয় বিজয়ের মাসকে স্মরণীয় করতে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় মৃত্তিকা অ্যাডফার্ম কার্যালয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এ কবিতা পাঠের আয়োজন করে।
অনুষ্ঠানে নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি কবি সম্পাদক অরিন্দম মাহমুদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রাবন্ধিক ও গবেষক ড. শামসুল আলম। এ সময় বিজয়ের প্রেরণায় কবিতার ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কবি ও গল্পকার টগর মেহেদী, প্রাবন্ধিক ওয়াশিংটন, প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রাবন্ধিক হাশমত আলী।
স্বরচিক কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ, সুস্মিতা সাহা, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, মোহাম্মদ নাসিরসহ অন্যরা।
আজকালের খবর/ওআর