শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপির দুই নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫০ AM
তৃণমূল বিএনপি ও বিএনএম থেকে শেরপুর জেলা বিএনপির দুই নেতা মনোনয়ন জমা দেয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

তারা হলেন— জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে নির্বাচন প্রসঙ্গ উল্লেখ না করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই দল থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এ দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

ওই দিন শ্যামল তৃণমূল বিএনপি ও বিএনএম থেকে আব্দুল্লাহ মনোনয়ন জমা দেয়ার পর রাতেই কেন্দ্র থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

আজকালের খবর/এসএইচ