মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
৮ জন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পেল ৩০ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ AM
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সপ্তম দিন বৃহস্পতিবার গাজা থেকে আরও ৮ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে জেরুজালেম। খবর-বিবিসি

জিম্মি দশা থেকে মুক্ত ইসরায়েলি নাগরিকদের নাম প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের নাম এখনও প্রকাশ করা হয়নি। হামাস সংশ্লিষ্ট সংবাদমাধ্যম থেকেও বন্দীদের মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নতুন করে মুক্তি পাওয়া জিম্মিদের স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েল সরকার ৬ জন নাগরিককে স্বাগত জানিয়েছে যারা সবেমাত্র ইসরায়েলি ভূখণ্ডে ফিরে এসেছে। তারা দেশে ফিরেছেন বলে দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয়েছে। ইসরায়েল সরকার জিম্মি এবং নিখোঁজদের সবাইকে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে সর্বশেষ এই কারামুক্তির পর যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২৪০ জনে। এছাড়া হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো এই চুক্তির অধীনে ৭৮ জন ইসরায়েলিকে এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে।

আজকালের খবর/এসএইচ