সোমবার ১৪ অক্টোবর ২০২৪
ইসলামপুরে টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ভুট্টাবীজ বিতরণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৭:৪৪ PM
জামালপুরের ইসলামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উদ্যোগে ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টাবীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার টিএমএসএসের আয়োজনে সিটি ব্যাংকের সহায়তায় উপজেলা সুবিধাভোগী, কৃষকদের মাঝে জনপ্রতি পাঁচ প্যাকেট বীজ বিতরণ করা হয়। 

পৌরশহরের সুখবাড়ি টিএমএসএম কার্যালয় হলরুমে টিএমএসএসের সিনিয়র জেনারেল ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএলএম রেদোয়ানুল হক, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রোকনুজ্জামান, টিএমএসএস আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুল হক, জামালপুরের জোনাল ম্যানেজার সাজ্জাদ হোসাইন, ব্যবস্থাপক ওবায়দুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সকল উপকারভোগী প্রান্তিক কৃষকদের যথাসময়ে বীজ রোপণে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।

আজকালের খবর/ওআর