বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৭:০৪ PM
ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা মিটিংশেষে মহান বিজয় দিবস যথাযথভাবে পলনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, খন্দকার শাহিন, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, হালিম মিয়া, আলীমুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, বর্তমানে সালথা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা কমিটি রয়েছে। সেই কমিটির সকল সদস্যকে প্রতি মাসে একবার সভা করতে হবে। আর কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচন। কেউ যাতে নির্বাচন সামনে রেখে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

আজকালের খবর/ওআর