বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
ফুলবাড়ীতে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৬:৫৭ PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬-কুড়িগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর আগামী শুক্রবার নির্বাচনী পথসভা উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নূরুল হুদা দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মণ্ডল বুলবুল, সাবেক ছাত্রলীগের সভাপতি সভাপতি এমদাদুল হক মিলন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নাওডাঙ্গা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক মিয়া বাবু, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ।

আজকালের খবর/ওআর